বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ী নেতাদের

|

অনেক চ্যালেঞ্জ থাকলেও প্রস্তাবিত বাজেট উন্নয়নমুখী হয়েছে বলে মন্তব্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিনের।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় মতিঝিলে জাতীয় বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটে সরকার মূল্যস্ফীতি ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু তা ধরে রাখা কঠিন হবে বলে মনে করেন জসিম উদ্দিন। এআইটি এবং এটি বাড়ানোর ফলে সাপ্লাই ব্যবসায়ীরা দারুণ ক্ষতিগ্রস্ত হবে বলে জানান এফবিসিসিআই সভাপতি। আরও বলেন, নিম্ন আয়ের মানুষের কথা ভেবে বাজেটে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা প্রশংসনীয়।

বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্টির (ডিসিসিআই) সভাপতি রিজোয়ান রাহমান বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের হয়রানি বাড়বে। রাজস্ব আহরণে চাপ কমালে প্রস্তাবিত বাজেট ব্যবসায়ীদের পক্ষে বাস্তবায়নযোগ্য হতো বলে মনে করেন তিনি।

বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মাদ আলী খোকন বলেন, বাজেট সহনীয় পর্যায়ে রেখেছে সরকার। তবে গত বছরের তুলনায় বাজেটে এবার করের পরিমাণ অনেক বেশি। যদিও করদাতার সংখ্যা বাড়েনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply