প্রতীকী ছবি
ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে এক গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে। অপরজন মৃত্যুমুখে পতিত। বুধবার (৮ জুন) এমন ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে।
জানা যায়, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক তরুণী। এরপর তাদের পথ আটকান সুনীল ওঁরাও ও আশিস কুমার নামে দুই যুবক। এরপর মায়ের সামনে থেকেই যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ করে তারা।
এমন খবর সামনে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী। পরে, বুধবার রাতে ওই দুই যুবককে মোটরসাইকেলসহ আটক করে গ্রামবাসী। তাদের বেধড়ক মারধরের পর শরীরে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ সেখানে যেতে যেতে সুনীল নামে এক অভিযুক্তের শরীর পুরোপুরি জ্বলে যায়। পরবর্তীতে মারা যায় সে। অন্যজনকে কোনো রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। কিন্তু তার শরীরে বেশিরভাগ অংশই ঝলসে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। সূত্র: আনন্দবাজার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৩৮ বছর আগে ১ কন্যা শিশুকে হত্যার দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড কার্যকর
জেডআই/
Leave a reply