যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বন্দুকধারীর হামলায় আবারও ৩ জন নিহত হয়েছেন। রয়টার্সের খবর জানায়, বৃহস্পতিবার (১০ জুন) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি কারখানার ওই হামলায় গুরুতর আহত আরও একজন।
পুলিশ জানায়, কারখানায় ঢুকে আকস্মিক এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে বন্দুকধারী ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই ৩ জনের প্রাণহানি হয়। খবর পেয়ে কারখানায় অভিযান চালায় পুলিশ। এসময় গুলিবিদ্ধ হয় হামলাকারী। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হামলাকারীর বয়স ২৩ বছর বলে জানিয়েছে পুলিশ।
তবে হামলার কারণ জানা যায়নি এখনও। তিনি কারখানাটির কর্মী ছিলেন কিনা তাও জানানো হয়নি। এ ঘটনায় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
/এডব্লিউ
Leave a reply