বিএনপির প্রতিবাদ সমাবেশে কোনো বাধা আসলে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১০ জুন) সকালে গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপির নেতারা বলেন, সরকার নিজেদের লুটপাট ঠিক রাখতে সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। সব পণ্যের অসহনীয় দামের ফলে সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এ সরকার রাষ্ট্র পরিচালনার অযোগ্য হয়ে পড়েছে। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনবান্ধব সরকার গঠন করা হবে বলেও জানান তারা।
ইউএইচ/
Leave a reply