গুজরাটে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়েছে বিভিন্নজাতের সোয়া লাখ আম দিয়ে।
গুজরাটে হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করা হল এক লাখ ২৫ হাজার আম। শুক্রবার (১০ জুন) এ পূজা আয়োজিত হয়।
এদিন মন্দির প্রাঙ্গণ পুরোটা ভরে যায় লাখো আমের সমারোহে। পূজায় অংশ নিতে মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান হাজারো পূণ্যার্থী। মন্দিরের বৈষ্ণব সাধকরাই জাঁকজমকপূর্ণ বাৎসরিক এ পূজার আয়োজন করেন। আম ছাড়াও বিভিন্ন ধরনের ফল, মিষ্টান্ন ও শরবত উৎসর্গ করা হয় দেবতার উদ্দেশ্যে।
/এসএইচ
Leave a reply