পাকিস্তানে লরি চালকের সাহসিকতায় প্রাণ বাঁচলো শতাধিক মানুষের। বিস্ফোরণ এবং প্রাণহানি এড়াতে জ্বলন্ত ট্যাংকার নিয়ে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দেন মুহাম্মদ ফয়সাল নামের ওই চালক।
বেলুচিস্তানের কোয়েটায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পাম্পে রাখা একটি তেলের ট্যাংকারে হঠাৎ আগুন ধরে যায়। ট্যাংকারটিতে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল ছিল। দুর্ঘটনা এড়াতে এর চালক লরিটিকে প্রায় ২ কিলোমিটার দূরে, নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।
জনবহুল এলাকাটিতে বিস্ফোরণ ঘটলে ব্যাপক প্রাণহানির শঙ্কা ছিল। মোহাম্মদ ফয়সাল জানান, নিজের জীবনের ঝুকি থাকলেও মানুষের প্রাণ বাঁচাতে এই সিদ্ধান্ত নেন তিনি। পাকিস্তানি চালকের সাহসিকতার এই ভিডিও আলোড়ন তুলেছে নেটিজেনদের মাঝে।
/এডব্লিউ
Leave a reply