স্টাফ করেসপনডেন্ট সাভার:
সাভারে একটি পরিত্যক্ত খোলা জায়গা থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের আনন্দপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে লুঙ্গী ও গেঞ্জি পরা ছিল। প্রাথমিকভাবে ধারণা তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে করে লাশ এখানে ফেলে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
এটিএম/
Leave a reply