ছবি: সংগৃহীত
ইতালিতে দু’দিন আগে নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। শনিবার (১১ জুন) মধ্যাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে ৭ জনের মরদেহ।
বৃহস্পতিবার (৯ জুন) লুকা শহর থেকে রওয়ানা দেয় হেলিকপ্টারটি। যাচ্ছিলো ট্রেভিসোর দিকে। তবে কিছুক্ষণের মধ্যে পড়ে তীব্র ঝড়ের কবলে। একসময় চলে যায় রাডারের বাইরে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কন্ট্রোল রুমের সাথেও বিচ্ছিন্ন হয় যোগাযোগ। হেরিকপ্টারে ইতালিয়ান পাইলটসহ ছিলেন ৭ আরোহী। বাকিদের মধ্যে চারজন তুরস্কের ও দু’জন লেবাননের নাগরিক।
উদ্ধারকর্মীদের দেয়া ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয় তার আশপাশের গাছপালা পুড়ে গেছে।
এটিএম/
Leave a reply