জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মানি লন্ডারিং শাখার উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ রোববার (১২ জুন) এই বিভাগীয় মামলা করেন। এর আগে ৯ জুন দুদক মামলাটি অনুমোদন করে।
১২ লাখ ৩৫ হাজার ৫৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দুদকের এ মামলায়। এজাহারে বলা হয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাবেক এই বিচারকের বিরুদ্ধে আনা সব অভিযোগ ও সংশ্লিষ্ট অভিযোগের নথিপত্র পরীক্ষা-নিরীক্ষার পর মামলার সিদ্ধান্ত হয়েছে।
/এমএন
Leave a reply