রোহিঙ্গাদের বাংলাদেশে যেতে আবারও তমব্রু সীমান্তে মাইকিং

|

নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে পাঠাতে আবারও সক্রিয় মিয়ানমার। তমব্রু সীমান্তে সেনা মোতায়েন করে চলছে মাইকিং।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর আহসান খান জানিয়েছেন, হঠাৎ করে সকাল থেকে তমব্রু সীমান্তে সেনা মোতায়েন করে মিয়ানমার। বারবার তারা মাইকিং করে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশে চলে যেতে বলছে। এ ঘটনায় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমারের সেনা মোতায়েনের ঘটনায় সতর্ক অব্স্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

এর আগে, গেলো মার্চের প্রথম সপ্তাহে একই সীমান্তে সেনা মোতায়েন করেছিল মিয়ানমার। সে সময় নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply