নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
কুমিল্লা শান্তির শহর। এখানে সবাই মিলে নির্বাচন করছে। কোনো আশঙ্কা নেই। সন্ধ্যায় নৌকার বিজয় মিছিল হবে।
কুমিল্লা সিটি করপোরেমন নির্বাচনে ভোট দিয়ে এ কথা বলেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বুধবার (১৫ জুন) সকাল নয়টার দিকে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দেন।
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত জানান, ভোটের পরিবেশ চমৎকার। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। ৬০ থেকে ৭০ শতাংশ ভোটার ভোট দেবে বলে মন্তব্য করেছেন তিনি। মেয়র প্রার্থী রিফাত আরও বলেন, নির্বাচনে যিনিই জয়লাভ করুক না কেন, তাকে ফুলের মালা দেবো।
এদিন নির্ধারিত সময়েই শুরু হয়েছে কুসিক নির্বাচনের ভোটগ্রহণ। যদিও নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটাররা অভিযোগ করেছেন, ধীর গতিতে ভোট নেয়া হচ্ছে।
আরও পড়ুন: কুসিক নির্বাচনে ১০৫ কেন্দ্রে থাকছে ৮৫০টি সিসি ক্যামেরা
/এম ই
Leave a reply