এখনই ভাঙছে না জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএস। দলীয় কার্যক্রমে সাময়িক বিরতির ঘোষণা দিলেন কেপপ তারকারা। ব্যান্ড গড়ে তোলার ৯ম বর্ষপূর্তি উদযাপনের পরই মঙ্গলবার (১৪ জুন) এলো ঘোষণাটি। খবর সিএনএন এর।
বিটিএসের গ্রুপ লিডার আরএম গণমাধ্যমকে জানান- ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগ দেবেন ব্যান্ডের সদস্যরা। তিনি বলেন, দলীয় পারফরমেন্সের দিকে নজর থাকায় একক পরিচয় গড়ে তোলার দিকে শিল্পীরা মনোযোগ দিতে পারছেন না। নিজেরা আরও শক্ত অবস্থানে গেলেই ব্যান্ডকে করা যাবে সমৃদ্ধ।
তিনি আরও বলেন, কে-পপের একটি সমস্যা হলো, আপনাকে তারা বেড়ে ওঠার সময় দেবে না। সকালে ঘুম থেকে উঠেই আমাদের মেকআপ করতে হয়। সারাক্ষণ গান নয়তো অন্যকিছু করতে হয়। কিন্তু এখন সময় হয়েছে, নিজের দিকে তাকানোর।
এ সংক্রান্ত প্রায় এক ঘণ্টার কথোপকথন নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে বিটিএস। ১৩ জুন নতুন অ্যালবাম ‘প্রুফ’ মুক্তি দেয় ব্যান্ডটি। দু’দিনেই ১৫ কোটি ৬৬ লাখের ওপর দর্শক দেখেছেন গানগুলো।
এসজেড/
Leave a reply