চা কম পান করার পরামর্শ দিলেন পাকিস্তানি পরিকল্পনা মন্ত্রী

|

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দেশের জনগণকে চা কম পান করার আহ্বান জানিয়েছেন। এসময় চা কম পান করলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ কম পড়বে বলেও জানান তিনি।

পাকিস্তান ২০২১-২০২২ অর্থবছরে ৪০০ মিলিয়ন ডলার সমমূল্যের চা আমদানি করেছে বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মঙ্গলবার (১৪ জুন) পাক মন্ত্রীর তরফ থেকে এমন নির্দেশনা এলো।

এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, তার দেশ পৃথিবীর অন্যতম বড় চা আমদানিকারক দেশ। বর্তমানে চা আমদানি করতে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ খরচ হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, যেহেতু আমরা ঋণের অর্থ দিয়ে চা আমদানি করছি সেহেতু জনগণের কাছে আমার আবেদন তারা যেন প্রতিদিন ১ থেকে ২ কাপ চা কম পান করেন।

গেল অর্থবছরের ফেডারেল বাজেটের নথিতে দেখা যায় পাকিস্তান গত অর্থবছরের চেয়ে এ বছর ৬০ মিলিয়ন ডলার সমমূল্যের চা বেশি আমদানি করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply