কুসিক নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।  

বুধবার (১৫ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিইসি।  তিনি বলেন, কুমিল্লা নির্বাচন কোনো ধরনের সংঘাত ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সিইসি বলেন, প্রথমবারের মতো সিসি ক্যামেরা দিয়ে ভোটিং ব্যবস্থা মনিটরিং করা হয়েছে। ভোটে স্বচ্ছতার বিষয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বৃষ্টির কারণে কোথাও কোথাও কিছুটা ব্যাঘাত ঘটেছে। ভোট বর্তমান নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা নয়, কমিশন তার দায়িত্ব পালন করেছে বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার।

ইভিএমে সাধারণভাবে ভোট ভালো হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, বয়োঃবৃদ্ধদের জন্য কিছুটা সমস্যা ছিল।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিকে উপস্থিতি বেশি থাকলেও বৃষ্টির কারণে কিছুটা কমে ভোটার সংখ্যা। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। তবে ইভিএমে ভোট দিতে গিয়ে ধীরগতির অভিযোগ করেন কেউ কেউ। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে প্রার্থীরাও একই কথা বলেন।

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ আর হিজড়া ভোটার ২ জন। এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply