ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে জাল ভোট দেয়ার সময় আটক ৩১

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে ৩১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৫ জুন) বিকেল পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়৷

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, জাল ভোট দেয়ার অভিযোগে নারীসহ ৩১ জনকে আটক করা হয়েছে৷ এর মধ্যে ছোট হরণ ভোট কেন্দ্র থেকে ৭জন, কালিসীমা আব্দুল হক অ্যাকাডেমি থেকে ১২ জন ও নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়৷

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন জানান, নরসিংসার সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার সন্দেহে ১২ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply