ইমরান খান ৫’শ কোটি রুপি ঘুষ নিয়েছেন: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

|

ছবি: সংগৃহীত। রানা সানাউল্লাহ

ঘুষ হিসেবে ৫’শ কোটি রুপি এবং কয়েকশ একর জমি গ্রহণ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার (১৪ জুন) এমনটাই জানালেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

রানা সানাউল্লাহ অভিযোগ করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের সম্পদ লুট করেছেন। অর্থ পাচার মামলায় একটি আবাসন প্রতিষ্ঠানকে সুরক্ষা দিয়েছিলো পিটিআই সরকার। বিনিময়ে বিপুল সম্পদ গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী। ব্রিটেনে বসবাসরত এক পাকিস্তানি নাগরিকের কাছে পাঠানো হয় সেই অর্থ।

এছাড়া তিনি আরও জানান, বুশরা বিবির মালিকানাধীন একটি ট্রাস্টকে ৪৫৮টি জমিও দেয় আবাসন কোম্পানিটি। যার অর্থমূল্য প্রায় ৫৩ কোটি রুপি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply