এ বিজয় নেত্রীর বিজয়, এ বিজয় আমার নেতা বাহারের বিজয়: রিফাত

|

ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সাথে কথা বলেন আরফানুল হক রিফাত, সাথে ছিলেন বাহাউদ্দিন বাহার।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। নির্বাচনে জিতে তিনি বলেন, এ বিজয় আমার নেত্রী শেখ হাসিনার বিজয়, এ বিজয় নৌকার বিজয়, এ বিজয় আমার নেতা বাহাউদ্দিন বাহারের বিজয়।

অবশ্য নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন নবনির্বাচিত মেয়রের নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু। এ বিষয়ে আরফানুল হক রিফাত বলেন, আমি যখন দুর্নীতির বিষয়ে ওনাকে (সাক্কু) অভিযুক্ত করলাম, ওনাকে চ্যালেঞ্জ করলাম, উনি তা অ্যাকসেপ্ট করেননি। তার সেই সৎ সাহস নেই।

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষের কাছে আমার যে কমিটমেন্ট ছিল সেখানে আমি বলেছিলাম, সততার সাথে, নিষ্ঠার সাথে আমি মেয়রের দায়িত্ব পালন করবো। সিটি করপোরেশনকে যারা লুটপাট করে খেয়েছে তাদের শ্বেতপত্র প্রকাশ করে ছাড়বো আমি। কোনো দুর্নীতির সাথে আমি আপোষ করবো না।

প্রসঙ্গত, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর (টেবিল ঘড়ি) থেকে ৩৪৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিফাত। আরফানুল হক রিফাত পেয়েছেন মোট ৫০ হাজার ৩১০টি ভোট আর মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯টি ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৮.৭৪ শতাংশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply