পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয়েই তাদের স্ত্রীর থেকে গরিব। ২০২০ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য দাখিল করা সম্পদের বিবরণী থেকেই এই তথ্য জানা যায়। তথ্যটি প্রকাশ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের ২ লাখ রুপি মূল্যের চারটি ছাগল রয়েছে। তার যে সম্পত্তি রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বানিগালায় তার ৩০০ কানালের ভিলা। লাহোরের জামান পার্কে একটি বাড়িসহ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তির মালিকও তিনি। এর মধ্যে রয়েছে প্রায় ৬০০ একর জমি।
কোনো গাড়ি বা পাকিস্তানের বাইরে সম্পত্তি নেই ইমরান খানের। তার পাকিস্তানি বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে ৩ লাখ ২৯ হাজার ১৯৬ ডলার এবং ৫১৮ পাউন্ড স্টার্লিং ছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে ৬০ মিলিয়নেরও বেশি রুপি রয়েছে।
ইমরান খানের স্ত্রী বুশরা বিবির মোট সম্পদের পরিমাণ ১৪২ দশমিক ১১ মিলিয়ন টাকা। বানিগালায় একটি বাড়িসহ চারটি সম্পত্তির মালিক তিনি।
বর্তমান প্রধানমন্ত্রীর প্রথম স্ত্রী নুসরাত শাহবাজও তার স্বামীর চেয়ে ধনী এবং বুশরা বিবির মতো তারও গাড়ি নেই। নুসরাত শাহবাজের ২৩০ দশমিক ২৯ মিলিয়ন রুপির সম্পদ রয়েছে। তার লাহোর এবং হাজারা বিভাগে ৯টি কৃষি সম্পত্তি এবং একটি বাড়ি রয়েছে। বিভিন্ন খাতে তার উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ রয়েছে।
শাহবাজ শরীফের ১০৪ দশমিক ২১ মিলিয়ন রুপির সম্পদ রয়েছে। তার ঋণ রয়েছে ১৪১ দশমিক ৭৮ মিলিয়ন রুপি। তার সম্পদের মধ্যে রয়েছে লাহোর ও শেখুপুরায় ৪৯৫ কানাল কৃষি জমি। তিনি দু’টি বাড়ির মালিক, একটি মুরি এবং অন্যটি লাহোরে। যদিও লন্ডনে তার বাসভবনের মূল্য প্রায় ১৩৭ দশমিক ৪৩ মিলিয়ন রুপি।
পাকিস্তানে শাহবাজ শরীফের বিনিয়োগ রয়েছে, দুটি গাড়ি রয়েছে এবং কয়েক বছর ধরে ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২০ মিলিয়ন রুপি জমা রয়েছে। তার দ্বিতীয় স্ত্রী তেহমিনা দুররানির বেশ কয়েক বছর ধরে প্রায় ৫ দশমিক ৭৬ মিলিয়ন রুপির সম্পদ রয়েছে। গত কয়েক বছর ধরে তিনি একটি গাড়ি ব্যবহার করছেন।
/এনএএস
Leave a reply