নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জান্নাতুল ফেরদৌস পাখি (৩০) নামের এক তরুণীকে গলা কেটে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ নিশ্চিত করতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দেওটি ইউনিয়নের নূরনবী (৪০) ও স্বপন (২৬), আর অপর ২ আসামি জেলার সেনবাগ উপজেলার অলিউল্যাহ ওরফে মনির (৩৩) ও আবু সুফিয়ান (৩৫)।
এর আগে, বুধবার (১৫ জুন) রাতে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক শাহ আলম বলেন, এ ঘটনায় নিহতের ভাই শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই শাহ আলম আরও জানান, বুধবার (১৪ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি ক্ষেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য,নিহত পাখি তালাকপ্রাপ্ত ছিলেন। তিনি তার বাবার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাখি বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ির উত্তর পূর্ব পাশের একটি সবজি বাগান থেকে স্থানীয়রা সবজি নিতে এসে ওই তরুণীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার বিশেষ কোনো ক্লু দিতে পারেনি। তবে আত্মহরণকারী কমবয়সী হওয়ায় কারও সাথে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার।
/এসএইচ
Leave a reply