রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা ডন মোড় বাস-স্ট্যান্ড থেকে ৯৮১ বোতল ফেনসিডিলসহ শামীম ইসলাম (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক দ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ১টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। ফেনসিডিল
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে র্যাব-৮’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত শামীম কুষ্টিয়া ভেড়ামারার সাতবাড়ীয়া এলাকার সামসুদ্দীন মোল্লার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে এক ব্যক্তি কুষ্টিয়া থেকে ফেনসিডিলের চালান নিয়ে ট্রাকে করে রাজবাড়ী আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পাংশার মাছপাড়া ডন মোড় বাস-স্ট্যান্ডে রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মো. শামীম ইসলামকে আটক করেন। এ সময় আটককৃত আসামির কাছ থেকে ৯৮১ বোতল ফেনসিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি ট্রাক এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ট্রাকে করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ীর পাংশা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এটিএম/
Leave a reply