রাষ্ট্রপতি পদে যে দু’জনের নাম প্রস্তাব করলেন মমতা

|

ফাইল ছবি

ভারতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দু’জনের নাম প্রস্তাব করেছে সরকার বিরোধী জোট। বুধবার (১৫ জুন) মমতা ব্যানার্জির নেতৃত্বে বৈঠক করেন বিরোধীরা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সাবেক গভর্নর গোপাল কৃষ্ণ গান্ধী এবং কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার নাম প্রস্তাব করা হয়। সবার সিদ্ধান্তক্রমে ২১ জুনের মধ্যে একজনের নাম প্রস্তাব করে পাঠানো হবে বলে জানানো হয়।

এদিন, প্রেসিডেন্ট প্রার্থীর নাম প্রস্তাবের জন্য কংগ্রেসসহ মোট ২২ বিরোধী দলকে ডাকা হয়। যদিও এতে অংশ নেয় বিজেপি বিরোধী ১৬ দল। বৈঠকে শুরুর দিকে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ারের নাম প্রস্তাব করেন। তবে বৈঠক শেষে আর তালিকায় থাকেনি।

বর্তমান প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষে আগামী ১৮ জুলাই হবে প্রেসিডেন্ট নির্বাচন, আর ২১ জুলাই ঘোষণা হবে পরবর্তী প্রেসিডেন্টের নাম।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply