দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অজিদের ২৬ রানে হারিয়েছে লঙ্কানরা। তাদের দেয়া ২২১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
পাল্লেকেলেতে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ৩৫ রানের মধ্যে দুই ওপেনার নিসাঙ্কা ও গুনাথিলাকাকে হারায় স্বাগতিকরা। মিডল অর্ডারে কুশাল মেন্ডিস ৩৬ আর ধনঞ্জয়া ও সানাকা সমান ৩৪ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কা ৪৭.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করার পর বৃষ্টি নামে।
বৃষ্টি আইনে ৪৩ ওভারে ২১৬ রানের টার্গেট তাড়া করতে নামে অজিরা। ওয়ার্নারের ৩৭, স্মিথের ২৮, ট্রাভিস হিডের ২৩ রানের ইনিংসগুলোতে ৫ উইকেটে ১৭০ রান করে ভালোভাবে রান তাড়া করছিল অস্ট্রেলিয়া। এরপর ১৯ রান করতেই শেষ ৫ উইকেট হারায় তারা। শ্রীলঙ্কার এই জয়ে ১-১ এ সমতা ফিরলো।
ইউএইচ/
Leave a reply