আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। অবসরের ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন উইলিয়াম।
২০০৬ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পোর্টারফিল্ডের। আয়ারল্যান্ডের হয়ে ১৪৮ ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে ৪ হাজার ৩৪৩ রান এই ব্যাটারের।
২০০৮ সালে অধিনায়কত্ব পাওয়ার পর তার অধীনে ১১৩ ওয়ানডে খেলে ৫০টি জয় পেয়েছে আইরিশরা। ২০২২ সালের জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে ম্যাচটিই হয়ে রইল তার শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এর আগে পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন উইলিয়াম। ওয়ানডেতেও ধারাবাহিকতার অভাব দেখা দেয়ায় অবসর নিয়ে নিলেন ৩৭ বছর বয়সি এ আইরিশ।
/এসএইচ
Leave a reply