ডাক মারার রেকর্ডে সবাইকে ছাপিয়ে গেছে বাংলাদেশ দলের ব্যাটাররা। ইতিহাসে তৃতীয় বারের মতো এক ইনিংসে ৬ ব্যাটার ডাক মেরেছেন বাংলাদেশের। যে রেকর্ড নেই অন্য কোনো দেশের। আর এবছর সর্বাধিক ৬ বার ডাক মেরেছেন খালেদ আহমেদ।
ক্রিকেটে হরহামেশাই ঘটতে থাকে নানা রকমের বিচিত্র ঘটনা। কোনো কোনো ম্যাচে ক্রিকেটারদের ব্যাট থেকে ঝরে রানের বৃষ্টি। আবার সেই ব্যাটারই অন্য কোনো ম্যাচে মারেন ডাক। তেমনি এক বিচিত্র ঘটনায় অন্য সবার চেয়ে এগিয়ে এখন বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের ৬ ব্যাটার। যার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে বিভিন্ন ট্রলে টাইগারদের নাম দেয়া হয়েছে বাংলাদেশ “ডাক বিভাগ”।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। এ যেনো পুরোনো ভূতই চেপে বসেছে টাইগারদের ওপর। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠেই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ ব্যাটার ডাক মারেন।
তবে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এমন অভিজ্ঞতা নতুন কিছু নয়। ২০০২ সালেও ক্যারিবীয়দের বিপক্ষে ৬ ব্যাটারের শূন্য রানে ফেরার অভিজ্ঞতা হয়েছিলো টাইগারদের। বিব্রতকর এই রেকর্ডের ধারে কাছে নেই বিশ্বের আর কোনো দল।
এবছর সর্বাধিক ডাক মারার তালিকায় রাসেল ডোমিংগো শিষ্যদের পরেই আছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটাররা ডাক মেরেছেন ১৪ বার। ১৩ বার ডাক মেরে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ১২ বার ও শ্রীলঙ্কার ব্যাটাররা করে ১১ বার।
শুধু কি তাই? বিশ্বের সব টেস্ট খেলোয়াড়দের মধ্যে এ বছর সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ায় শীর্ষ ৩ ব্যাটারই বাংলাদেশের। যেই তালিকায় আছেন, ৬ বার ডাক মারা খালেদ আহমেদ। এরপর মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।
Leave a reply