সৌদি আরবে ৭ নারী অধিকার কর্মী আটক

|

সৌদি রাজতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে অন্তত ৭ জন নারী অধিকার কর্মীকে আটক করা হয়েছে। তাদের কঠোর গোপনীয়তা বজায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। সৌদি আবর ভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, বহিঃশত্রুর সাথে সন্দেহজনক যোগাযোগ ও দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচ-এইচআরডব্লিউ জানিয়েছে, গত ১৫ মে থেকে এই পর্যন্ত ৭ নারী অধিকার কর্মীকে আটক করেছে সৌদি আরব। মানবাধিকার সংস্থাটির দাবি আটকের শিকার হওয়া নারীরা দীর্ঘদিন ধরে সৌদি নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা বাতিল ও নারীদের জন্য পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা বিলোপের দাবি জানিয়ে আসছিলেন।

তবে কী নারীদের গাড়ি চালানো বন্ধের প্রতিবাদই তাদের অপরাধ? অন্তত এমনটাই দাবি করছে বেশ কিছু মানবাধিকার সংস্থা।

আটককৃত নারীরা ছাড়াও সরকারের নজরদারিতে আরও বেশ কয়েকজন নারী অধিকার কর্মী। তাদের বেশ কয়েকজনের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে বেশ কিছু টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply