গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ছোট দেওড়া এলাকায় ঢাকা-জয়দেবপুর লাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক (২৫) মারা গেছে। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
শনিবার (১৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে মহানগরের ছোট দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ্ হিরো জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর-ধীরাশ্রম সেকশন কিলোমিটার ৩০৬-এ অতিক্রম করার সময় ২৫বছর বয়সী এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের সহযোগিতা নেয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পড়নে ছিল ছাই রংয়ের প্যান্ট কালো রংয়ের শার্ট। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এটিএম/
Leave a reply