আফগানিস্তানের কাবুলে শিখ উপাসনালয়ে হামলায় প্রাণ গেছে কমপক্ষে দু’জনের। শনিবার (১৮ জুন) চালানো হয় এ হামলা। এতে আহত হয়েছেন ৭ জন। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় ভোরে উপাসনালয়ের চত্বরে প্রবেশ করে গোলাগুলি শুরু করে কয়েকজন। নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যার পর ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। কাছাকাছি ছিল তালেবানের একটি চেকপয়েন্ট। সেখানে আগে থেকে রাখা একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।
এ ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। মুসলিম প্রধান আফগানিস্তানে শিখ পরিবারের সংখ্যা মাত্র ১৫০ এর মতো। তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে গেছেন অনেকে। অন্যান্য সংখ্যালঘুদের মতোই শিখ গোষ্ঠীর সদস্যরাও হামলার শিকার হয় প্রায়ই। ২০২০ সালে কাবুলের এক শিখ উপাসনালয়ে আইএসের হামলায় নিহত হয় ২৫ জন।
এসজেড/
Leave a reply