আবারও ফ্রন্টলাইন পরিদর্শনে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শনিবার (১৮ জুন) দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ ও ওডেসা সফর করেন তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর দক্ষীণাঞ্চলে এই প্রথম সফরে গেলেন তিনি। ঘুরে দেখেন বিধ্বস্ত এলাকাগুলো। খবর বিবিসির।
সফরকালে অকুতভয়ের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানান সেনাদের প্রতি। রণক্ষেত্রে তাদের সাহসিকতা আর কৌশলের প্রশংসা করেন। স্থানীয় কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সাথেও সাক্ষাৎ করেন জেলেনস্কি। পরিদর্শন করেন হাসপাতালগুলো।
কৃষ্ণ সাগরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে মাইকোলাইভ ও ওডেসা দু’টি শহরই রুশ বাহিনীর অন্যতম টার্গেট। বিধ্বস্ত শহরে একইসাথে চলছে সংস্কার কাজ। এর আগে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভসহ আরও দু’টি শহরে ফ্রন্টলাইন পরিদর্শনে যান জেলেনস্কি।
এসজেড/
Leave a reply