পাচার করা টাকা ফেরত আনার সুযোগ অনৈতিক ও অগ্ৰহণযোগ্য: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

|

বাজেটে পাচার করা টাকা দেশে ফেরত আনার সুযোগ দেয়া হয়েছে। এটি অনৈতিক ও অগ্ৰহণযোগ্য বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

রোববার (১৯ জুন) সকালে নাগরিক প্লাটফর্মের বাজেট নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেটে এই প্রস্তাব সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।

এ সময় তিনি আরও বলেন, মাত্র ৭ শতাংশে করে পাচারের টাকা আনার সুযোগ সরকারের হটকারী সিদ্ধান্ত। এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও এতে সৎ করদাতাদের নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply