পদ্মাসেতু নিয়ে উৎসব বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, বন্যায় সরকারের নিষ্ক্রিয়তা মানুষকে আরও আতঙ্কিত করে তুলেছে।
রোববার (১৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান। বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ ও গবাদি পশু ঠাসাঠাসি করে আছে। কিন্তু পদ্মাসেতু উদ্বোধনের নামে উৎসবে টাকা খরচ করতে মন্ত্রী-এমপিরা ঝাঁপিয়ে পড়েছেন। তিন কোটি টাকা দিয়ে বিদেশি শিল্পী আনা হচ্ছে। এদিকে বানভাসী মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ লাখ টাকা।
ত্রাণ প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে মনগড়া পরিসংখ্যান দিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী আহমেদ।
/এমএন
Leave a reply