খাদ্য নিরাপত্তা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত: কৃষিমন্ত্রী

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিরাপত্তা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই বিশ্বের বিদ্যমান পরিস্থিতে খাদ্যে স্বয়ংসম্পন্ন থাকা জরুরি।

রোববার (১৯ জুন) দুপুরে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনের কনভেনশন হলে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারটিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নাই।

বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি ও গণমাধ্যম শিরোনামে এই সেমিনারে অংশ নেন কৃষিবিদ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতনরা। তারা বলেন, কোভিড অতিমারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যের সংকট তৈরি হয়েছে। সেই সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর সেজন্য দেশের খাদ্যের পর্যাপ্ত মজুত রাখার বিকল্প নাই। পাশাপাশি কৃষি উৎপাদন অব্যাহত রাখার তাগিদও দেন সংশ্লিষ্টরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply