নেত্রকোণায় গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ

|

নেত্রকোণার বন্যার্তদের জন্য অভিনব কায়দায় সাহায্য প্রার্থনা শুরু করেছে জেলা উদীচি শিল্পী গোষ্টির সদস্যরা। রোববার দিনভর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে বন্যার্তদের জন্য সাহায্য প্রার্থনা করেছেন।
নেত্রকোনায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যার্তদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেলার সংস্কৃতিকর্মীরা।

জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান জানিয়েছেন রোববার (১৯ জুন) বিকেল পর্যন্ত গান গেয়ে ৭৭ হাজার টাকা তুলেছেন।

উদীচীর সাধারণ সম্পাদক অসীত ঘোষ জানান, সভায় উপস্থিত সদস্যরা প্রত্যেকেই তাৎক্ষণিক সামর্থ্য অনুযায়ী টাকা প্রদান করেন। এই টাকা দিয়ে চাল, ডালসহ শুকনা খাবার সংগ্রহ করে রোববার বিকেলে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। আগামী তিন দিন এই অর্থ সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানিয়েছে উদীচীর শিল্পীরা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply