ভোটের গোপনকক্ষে অনুপ্রবেশকারীদের ‘ডাকাত’ আখ্যা দিয়ে তাদের ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (২০ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের আলোচনা শেষে তিনি এ কথা জানান। এ সময় বলেন, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে স্থান ত্যাগের নির্দেশ দেয়া হয়নি। আইন অনুযায়ী অনুরোধ করা হয়ছিল। কুসিক নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়ম দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ জুন আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন সাবেক মেয়র এবং সদ্য সমাপ্ত কুসিক নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। অভিযোগের সত্যতা পাওয়ায় বাহাউদ্দিন বাহারকে সে সময় এলাকা ত্যাগের নির্দেশ দিয়ে চিঠি দেয় ইসি।
তবে, ভোটের দিন গত ১৫ জুন এ নিয়ে মুখ খোলেন আ ক ম বাহাউদ্দিন বাহার। বলেন, চিঠি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) আইন লঙ্ঘন করেছে।
/এমএন
Leave a reply