ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য অর্থহীন মনে করছেন আইনজ্ঞরা। উচ্চ আদালতের রায় মেনে চলা রাষ্ট্রের সব বিভাগের জন্য বাধ্যতামূলক বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজ্ঞরা। তবে, আইনজ্ঞদের কেউ কেউ মনে করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ধরন কেমন হবে এ নিয়ে আইন প্রণয়ন করতে পারে সংসদ। যদিও একে সংবিধানের ১৪৭ ধারার সাথে সাংঘর্ষিক মনে করেন কেউ কেউ।
এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, ষোড়শ সংশোধনীর রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের সাথে কথা বলে প্রতিবেদন করেছেন যমুনার বিশেষ প্রতিবেদক আলমগীর স্বপন।
Leave a reply