বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

|

শেখ হাসিনা। ফাইল ছবি।

আগামী বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টায় নিজ কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন। এদিকে, আগামীকাল মঙ্গলবার (২১ জুন) মঙ্গলবার সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। টানা ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের অনেক জেলায় বন্যাকবলিত হয়েছেন লাখ লাখ মানুষ। সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটেছে। অনেক এলাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কে যোগাযোগ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply