উত্তরপ্রদেশে ডুবে গেছে রাস্তা, স্ত্রীসহ ড্রেনে পড়ে গেলেন পুলিশকর্মী

|

ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তা। কোথায় কী আছে, তা বোঝায় যায় না। এই পরিস্থিতিতে বাইকে চড়ে রাস্তায় যাতায়াত করতে গিয়ে বিপদে পড়লেন সস্ত্রীক পুলিশকর্মী। রাস্তা বুঝতে না পেরে ড্রেনে পড়ে যান দু’জনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভাইরাল হওয়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, পানিতে ডুবে যাওয়া রাস্তা দিয়ে বাইকে চড়ে পুলিশকর্মী ও তার স্ত্রী যাচ্ছিলেন। গাড়ি পার্ক করতে রাস্তার কিছুটা ধারে যান তারা। সেই সময় ড্রেনে ঢুকে যায় তাদের বাইক। বিপদে পড়েন পুলিশকর্মী ও তার স্ত্রী।

ভারতীয় গণমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনারকবলে পড়া পুলিশকর্মী দয়ানন্দ সিং জানান, হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা ছিল তাদের। তাই স্ত্রীকে বাইকে বসিয়ে যাচ্ছিলাম। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর বাইক পার্কিং করার কথা ভেবেছিলাম। বুঝতে পারিনি, সেখানে ড্রেন রয়েছে। বাইকটি নিয়ে এগোনোর সাথে সাথে আমি ও স্ত্রী পড়ে যাই। সামান্য চোট লেগেছে। তবে স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচেছি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply