ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় উত্তর প্রদেশে এক কিশোরীকে (১৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা আহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুজাফফারনগর পুলিশের এসপি মার্তন্ড প্রকাশ সিং জানান, অভিযুক্তের নাম রবি। তিনি মুজাফফারনগরের বাসিন্দা। এরইমধ্যে এ ঘটনায় কিশোরীর বাবা তেজভির সিং একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, উত্তর প্রদেশের নাগলা বোহরা গ্রামে রোববার (১৯ জুন) রাতে ঘটনাটি ঘটে। রবি একটি বিয়ের কার্ড নিয়ে ওই কিশোরীর বাড়িতে এসেছিলেন। কার্ড নেয়ার সময় রবি ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করেন। এ সময় ওই কিশোরীর মা সুনিতা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করেন রবি। এ ঘটনার পর আত্মহত্যা করার চেষ্টা করেন রবি।
তেজভির সিং অভিযোগে জানান, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় তার মেয়েকে হত্যা করেছেন রবি।
/এনএএস
Leave a reply