রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ বলেছেন, সেভেরোদোনেৎস্কে পুরোপুরি সফলের পথে আমাদের সেনারা। ইউক্রেনের বেশ কয়েকটি ইউনিট যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে। তাদের মানসিক শক্তিমত্ত্বাও জোরালো নয়। অস্ত্র-গোলাবারুদের অভাব তো রয়েছেই। খবর সিএনএনের।
রোববার (১৯ জুন) ভিডিওবার্তায় এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরো দাবি করা হয়েছে, সমুদ্র থেকে ছোঁড়া মিসাইলে গুড়িয়ে গেছে ইউক্রেনের একটি কমান্ড পোস্ট। এ ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেলসহ ৫০ জনের বেশি সেনা কর্মকর্তার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভের দাবি, নিপ্রো-পেত্রোভস্কের একটি গ্রামে চালানো হয়েছে এ হামলা। সে সময় অভিযান নিয়ে বিশেষ পরিকল্পনা চলছিল ইউক্রেনীয় বাহিনীর। সাগর থেকে দূরপাল্লার ক্যালিবার মিসাইল ছোঁড়ে রুশ বাহিনী। এতে ঘটে ব্যাপক হতাহতের ঘটনা।
আরো পড়ুন: আজ বিশ্ব শরণার্থী দিবস; ইউক্রেনে বাস্তুচ্যুত এক তৃতীয়াংশ মানুষ
/এম ই
Leave a reply