পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ম্যাকরন

|

ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জোট পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ম্যাকরন পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ভোটারদের ডাক দিয়েছিলেন। কিন্তু তার মধ্যপন্থী জোট বেশকিছু আসন হারিয়েছে। পেয়েছে ২৪৫টি আসন। ফ্রান্সের ৫৭৭ আসনের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৮৯ আসন।

সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, বামপন্থী ও গ্রিনদের নিয়ে গঠিত বামপন্থী নেতা জ্য-লুক মেলেচোনের নিউ ইকোল্যজিক্যাল অ্যান্ড সোশ্যাল পপুলার ইউনিয়ন জোট পেয়েছে ১৩১ আসন। অন্য বামপন্থী দলগুলো পেয়েছে ২২ আসন।

কট্টর ডানপন্থী মেরিন ল পেনের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল র‍্যালির আসন বেড়েছে। তারা পেয়েছে ৮৯টি আসন। ডানপন্থী রিপাবলিকানস (ইউডিআই) পেয়েছে ৬৪ আসন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply