‘অগ্নিপথ প্রকল্প’ নিয়ে ৩ বাহিনী প্রধানের সাথে মোদির বৈঠক আজ

|

প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি: সংগৃহীত।

সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে এখনও ভারতের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। সোমবার (২০ জুন) ‘বনধ্ কর্মসূচি’ চলাকালে বিহার থেকে ধরপাকড়ের শিকার হন ৯ শতাধিক মানুষ। মামলা হয়েছে ১৬১টি। অগ্নিপথ ইস্যুতে মঙ্গলবার ৩ বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের ১১টি রাজ্যে ছড়িয়েছে এ অসন্তোষ। ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা রেল লাইনের ওপর বসেন অবস্থান ধর্মঘটে। এ সময় স্টেশনে নাশকতা ছড়ানোর চেষ্টা করলে প্রতিহত করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অগ্নিসংযোগ ঠেকাতে এবং পরিস্থিতি মোকাবেলায় বাতিল করা হয়েছে ছয় শতাধিক ট্রেনের চলাচল। বিহার ও হরিয়ানার কোচিং সেন্টারগুলোয় চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। ১৪৪ ধারা জারি করা হয়েছে দুটি রাজ্যে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব কোচিং সেন্টার।

এ পরিস্থিতিতে প্রথমবারের মতো অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, সংস্কার বরাবরই অসন্তোষ ডেকে আনে। কিন্তু ভবিষ্যতে এই পরিবর্তনের সুফল ভোগ করবেন ভারতীয়রাই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply