হিলিতে ভুট্টা বোঝায় ট্রাক থেকে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

|

হিলি প্রতিনিধি:

হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা ভুট্টা বোঝায় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশন, ফেন্সিডিল ও ভারতীয় মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুন) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পানামা পোর্টের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভুট্টা বোঝায় একটি ট্রাকের ক্যাবিনে গোপনে লুকিয়ে রাখা অবস্থায় নেশাজাতীয় ইনজেকশন, ফেন্সিডিল ও ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় ভুট্টা বোঝায় ট্রাকটি আটক করা হলেও এর চালককে এখনো আইনের আওতায় আনা হয়নি।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, ভারত থেকে আমদানি করা ভুট্টা বোঝায় একটি ট্রাকে গোপনে ভারত থেকে মাদক আনা হয়েছে। গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে আমদানি করা ভুট্টা বোঝায় WB-23-D-1381 নাম্বারের ভারতীয় ট্রাকের ক্যাবিনে গোপনে লুকিয়ে রাখা ১ হাজার ৩৬৩ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৭৫ বোতল ফেন্সিডিল ও ১০৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

হিলি কাস্টমস কর্তৃপক্ষের ধারণা ভারত থেকে পাচার করে আনা মাদকদ্রব্যগুলো বাংলাট্রাকের মাধ্যমে দেশের অভ্যন্তরে পাচার করের উদ্দেশে আনা হয়েছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply