মেঘালয়-চেরাপুঞ্জিতে অতি বৃষ্টিপাতের ফলে সিলেটে বন্যা হয়েছে: কৃষিমন্ত্রী

|

ফাইল ছবি।

মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতি বৃষ্টিপাতের ফলে সিলেটে এই বন্যা হয়েছে। বন্যায় ২৮ হাজার হেক্টর আউশ ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, উত্তরাঞ্চলে ৫৬ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। তবে তিল ও বাদাম ক্ষেতের ক্ষতি হয়েছে। আবার বৃষ্টি হলে আমনের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। প্রস্তুতি নিচ্ছি ফসলের ক্ষতি হলে রবিশস্যের দিকে নজর দিচ্ছি। প্রয়োজনে বীজ ও সার বিনামূল্যে সরবরাহ করা হবে। সবজিতে উৎপাদনের বন্যার প্রভাব পড়বে।

এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, মালদ্বীপ দেশীয় ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। তাই দেশীয় ফল রফতানি করা হতে পারে। কৃষিপণ্য রফতানি ও সামুদ্রিক পণ্য আহরণে মালদ্বীপের সাথে সম্মিলিতভাবে কাজ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply