সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে না ইসি: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে না নির্বাচন কমিশন। সকলের মতামত নিয়ে ইভিএম থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে ইভিএম নিয়ে আলোচনার দ্বিতীয় ধাপের বৈঠকে এমন কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, কমিশন শতভাগ সততার সাথে কাজ করবে। কিন্তু ভোটের সাথে জড়িত দল, সরকার, কর্মচারী সকলের গ্যারান্টি দেয়া কঠিন। তাই রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহবান জানান তিনি।

সিইসি আরও বলেন, এখনও ইভিএমের প্রতি দলগুলোর আস্থা আসেনি, দ্বিধা আছে অনেকের। তাই সকলকে নিয়ে ইভিএমের ভুল-ত্রুটি বের করার চেষ্টা করা হবে। আসছে জাতীয় নির্বাচনের ভোটিং পদ্ধতি ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা চলছে ।

প্রসঙ্গত, মঙ্গলবার ইভিএম নিয়ে আলোচনার জন্য দ্বিতীয় দফার বৈঠকে ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে এ বৈঠকে যোগ দেয়নি বিএনপিসহ জোটের শরীক বেশ কয়েকটি দল।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply