আফগানিস্তানে আটক ৫ ব্রিটিশ নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় তাদের মুক্তি দেয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুক্তি দেয়ার ঘটনায় তালেবান প্রশাসনকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার। তালেবান এবং যুক্তরাজ্যের কর্মকর্তারা সোমবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আফগান ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠকের পর আটক ব্রিটিশ নাগরিকদের মুক্তি দেয়া হয়েছে। আফগান জনগণের আইন ও ঐতিহ্য লঙ্ঘনের অভিযোগে প্রায় ছয় মাস আগে তাদের গ্রেফতার করা হয়।
/এনএএস
Leave a reply