বিজেপি-কংগ্রেস যেই ক্ষমতায় থাকুক না কেন বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থানে তার কোনো প্রভাব পড়ে না বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
সেন্ট্রাল ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ঢাকা ট্রিবিউন আয়োজিত আলোচনা সভায় দোরাইস্বামী বলেন, দু’দেশের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হয়। আদতে সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, দুই দেশের আর্থ সামাজিক অবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। আগামীতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে হবে। আঞ্চলিক শক্তির জন্যই বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা।
/এনএএস
Leave a reply