খালেদা জিয়ার দুটি মামলায় জামিনের শুনানি দুপুরে

|

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলের দুটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদনের ওপর শুনানি আজ দুপুরে আবারও শুরু হবে।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সোয়া ৩টা পর্যন্ত বিচারপতি এ বি এম আসাদুজ্জামান ও জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দুই মামলার শুনানি হয়। পরে হাইকোর্টের এ দ্বৈত বেঞ্চ আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত তা মুলতবি করেন। দুই মামলায় শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কুমিল্লার দুটি নাশকতার মামলা ও নড়াইলের মানহানির একটি মামলায় জামিনের আবেদন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply