পদ্মা সেতু চালু হলে ৪ ঘণ্টায় পটুয়াখালী থেকে পৌঁছানো যাবে রাজধানীতে

|

পদ্মা সেতু (ফাইল ছবি)।

পদ্মা সেতু চালু হলে সড়ক পথে ৪ ঘণ্টায় পটুয়াখালী থেকে পৌঁছানো যাবে রাজধানীতে। ফেরি হয়ে বর্তমানে এর প্রায় দ্বিগুণ সময় লাগে। তাই পটুয়াখালীবাসীর অধির অপেক্ষা সেতু উদ্বোধনের। পদ্মা সেতু চালু হলে এ অঞ্চলের কৃষি, পর্যটন ও পায়রা বন্দরের কার্যক্রমে গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

উপকূলীয় জেলা পটুয়াখালীতে বছরে ইলিশসহ প্রায় ১ লাখ ২৫ হাজার মেট্রিকটন মাছ আহরিত হয়। জেলার চাহিদা মিটিয়ে ৮৫ হাজার মেট্রিকটনেরও বেশি সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। রাজধানীসহ বিভিন্ন জেলায় মাছ নিয়ে যেতে পথে নানা দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। তবে, পদ্মা সেতুকে ঘিরে নতুন দিনের প্রত্যাশা এখন মাছ ব্যবসায়ীদের। সেতু হয়ে আগের চেয়ে অর্ধেক সময়ে পৌঁছানো যাবে রাজধানীতে। ঘুচবে ফেরিঘাটের ভোগান্তি; বাঁচবে সময় ও খরচ।

পটুয়াখালীর সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অন্যান্য জেলায় মাছ পাঠালে দেখা যায় যে ব্যবসায়ীরা প্রতি কেজি মাছ ৫০০টাকায় বিক্রি করতে পারেন। সেখানে তারা যদি মাছগুলো ঢাকায় পাঠাতে পারেন তাহলে প্রতি কেজি মাছ ৭০০-৮০০ টাকায়ও নিক্রি করতে পারবেন। মাছচাষীরা আগের চেয়ে দেড়গুণ বেশি লাভ করতে পারবেন।

উপকূলীয় এ জেলায় বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার তরমুজ উৎপাদন হয়। এছাড়া ডাল, ধানসহ অন্যান্য ফসলের উৎপাদনও বাড়ছে প্রতিবছর। পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হলে এ অঞ্চলের কৃষি অর্থনীতি আরও চাঙ্গা হবে, বলছেন কৃষি কর্মকর্তারা।

পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছেন পর্যটন সংশ্লিষ্টরাও। স্থানীয়দের প্রত্যাশা, পদ্মা সেতু চালু হলে কুয়াকাটায় সমুদ্র সৈকতে বাড়বে পর্যটকদের ভিড়। পদ্মা সেতু চালু হলে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রমেও গতি আসবে। আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গরুপে বন্দর চালু হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আর পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে সদরের আউলিয়াপুর এলাকায় চলছে ইপিজেড নির্মাণের কাজও।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply