প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরে ১০ জনকে ত্রাণের টোকেন দিয়ে চলে এসেছেন: ফখরুল

|

বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে ঘুরে মাত্র ১০ জন লোককে ত্রাণের টোকেন দিয়ে চলে এসেছেন। এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুন) সকালে রাজধানীর খিলগাঁওয়ে এক যুগ আগে গুম হওয়া কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার পরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এ সময় তিনি বলেন, সরকারের তরফ থেকে বানভাসিদের কোনো সহায়তা দেয়া হচ্ছে না। সরকার মানুষের পাশে না দাঁড়িয়ে গুম খুনের সংস্কৃতি চালু রেখেছে। দুর্যোগে সরকার নয় বরং বিএনপির কর্মীরাই বেশি ত্রাণ সহায়তা দিচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপিকে নিয়ে শেখ হাসিনা মিথ্যাচার করছে। গুম খুন আর নির্যাতনের দায় মাথায় নিয়ে এই সরকারের পদত্যাগ করা উচিৎ বলেও মনে করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply