কাতার বিশ্বকাপের দলগুলোকে জন্য যে সুখবর দিলো ফিফা

|

ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে বাড়তি সুবিধা পাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। প্রতি দলে এবার ২৬ জন করে ফুটবলার থাকবে বলে জানিয়েছে ফিফা।

আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্টের জন্য ২২ জনের স্কোয়াড থাকলেও, বিশ্বকাপ বা বড় আসরগুলোর জন্য ২৩ সদস্য করা হয়। তবে এবার করোনার কারণে স্কোয়াডের খেলোয়াড় সংখ্যা ২৬ জনের করা হয়েছে।

এর আগে, উয়েফাও ইউরো কাপে ২৬ জন করে ফুটবলার দলে রাখার নিয়ম করেছিলো। এবার ফিফাও ফুটবলার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এছাড়া সিদ্ধান্ত নেয়া হয়েছে কোনো দলে প্রাথমিক তালিকায় ৩৫ জনের বদলে ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে। চূড়ান্ত তালিকায় থাকা খেলোয়াড়েরা ক্লাবের হয়ে সর্বশেষ খেলতে পারবে ২০২২ সালের ১৩ নভেম্বর। এছাড়া দলের বেঞ্চে সর্বোচ্চ ২৬ জন থাকতে পারবে। যাদের মধ্যে থাকবে একাদশের বাইরের অতিরিক্ত ‌১৫ খেলোয়াড় ও ১১ জন কর্মকর্তা। তবে, কর্মকর্তাদের মধ্যে অবশ্যই একজন চিকিৎসক থাকতে হবে।

আরও পড়ুন: হজ করতে সস্ত্রীক মক্কা যাবেন রশিদ, ভারত সিরিজ থেকে ছুটি দিলো ইসিবি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply