গাজীপুর প্রতিনিধি:
মাদরাসাছাত্রদের গোপনাঙ্গে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে গাজীপুরের একটি মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুন) রাতে শ্রীফলতলী জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খাঁন মাদ্রাসা ঘেরাও করেন অভিভাবকরা। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থার নেয়ার কথা জানায় পুলিশ।
অভিযোগ করা হয়েছে, গত সোমবার মধ্যরাতে গোপন কক্ষে নিয়ে মাদরাসাটির ২ ছাত্রের গোপনাঙ্গে গরম পানি ঢেলে ও ৪ জনকে মাথা ন্যাড়া করে নির্যাতন করেছেন ওই শিক্ষক। এমনকি নির্যাতনের কথা কাউকে বললে ইলেকট্রিক শক দেয়ার ভয়ও দেখিয়েছেন তাদের।
পরে বৃহস্পতিবার ভুক্তভোগীরাসহ মাদরাসার শিক্ষার্থীরা নির্যাতনের কথা অভিভাবকদের জানালে তারা রাতেই মাদ্রাসাটি ঘেরাও করে এবং ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গেলেও তারা এ ঘটনার তাৎক্ষণিক কোনো সুরাহা করতে পারেনি। তবে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক হাফিজুল আলম জানিয়েছেন, থানায় অভিযোগ করলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।
নির্যাতনের শিকার ওই ২ শিক্ষার্থী চিকিৎসার জন্য শিক্ষককে বললেও তাদের হাসপাতালে ভর্তি হতে দেননি ওই শিক্ষক।
/এডব্লিউ
Leave a reply